ধর্ম প্রচারের পর এবার সামাজিক দায়িত্ব পূরণ! ফুলিয়ার উমাপুরে মন্দির কমিটির পক্ষ থেকে রক্তদান

Social

মলয় দে, নদীয়া :- প্রায় এক মাস ধরে শ্রীকৃষ্ণের জন্ম থেকে নানান অধ্যায় অভিনয় কীর্তনের মাধ্যমে ফুটিয়ে তোলেন উমা পুরের বাসিন্দারা, তাই দেখতে সারা জেলার ভক্তবৃন্দ দের সমাগম ঘটে ফুলিয়ায়। কিছুদিন আগেই তা সমাপ্ত হওয়ার পর এবার সামাজিক দায়িত্ব পূরণে রক্তদান করলেন সেই মন্দির কমিটির নব প্রজন্মের ছেলেমেয়েরা। এই উদ্যোগে তাদের সহযোগিতা করে একটি সংস্থা। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মান্য করে চলার সচেতনতার বার্তার সাথে সরকারি ব্লাড ব্যাংক গুলিকে রক্তাল্পতা দূর করতে এ আয়োজন করেন উমাপুরে। আর সেই উদ্যোগ কেই ফলপ্রসূ করে তুলতে এলাকার ৪০ জন অংশগ্রহণ করেন। প্রতিবছরই গ্রীষ্মের সময় সরকারি ব্লাড ব্যাঙ্ক গুলিতে অভাব ঘটে রক্তের, মুমূর্ষ রোগীর থেকে থ্যালাসিমিয়া পেশেন্ট প্রত্যেকেরই প্রাণ সংশয় দেখা যায় আর সেই কারণেই তাদের এই উদ্যোগ বলে জানান উদ্যোগীরা।

Leave a Reply