যোগা দিবসের পাশাপাশি সঙ্গীত দিবসে হারমোনিয়ামে সুর তুললেন পাঁশকুড়ার সঙ্গীত শিল্পী অপরুপা

Social

সোশ্যাল বার্তা :  সঙ্গীত দিবসের দিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সুরানানকার নবপল্লীর বাসিন্দা সঙ্গীত শিল্পী অপরুপা মন্ডল কন্ঠের সাথে হারমোনিয়ামে তুলল সুর। পাঁশকুড়ার সুরানানপল্লীর বাসিন্দা বরুন কুমার মন্ডল ও অনিতা মন্ডলের বড় মেয়ে অপরুপা মন্ডল সঙ্গীত জগতের সাথে স্বতোপ্রনোদিত ভাবে জড়িয়ে রয়েছে ছোটো বেলা থেকে। তবে অষ্টম শ্রেণীতে পড়াশুনার পাশাপাশি সঙ্গীত চর্চায় মন দিয়ে ফেলেছে একেবারে। রবীন্দ্র ,নজরুল, আধুনিকের পাশাপাশি নানান সঙ্গীত নিয়ে চর্চা করে নিজের বাড়িতেই , সুর তোলে হারমোনিয়ামে, কয়েকজন সঙ্গীতগুরুর কাছেই চলছে নিজের সঙ্গীত চর্চা। তাঁর ধ্যান জ্ঞান বলতে একটাই সঙ্গীত।

সঙ্গীতের ওপর নানান পুরস্কারও জয় করেছে পাঁশকুড়ার অপরুপা। সঙ্গীতের পাশাপাশি আবৃত্তি, অঙ্কনের ওপরেও পুরস্কার পেয়ে এসেছে। আগামী ভবিষ্যতেও সঙ্গীতের ওপর বড় শিল্পী হতে চায় পাঁশকুড়ার বছর ষোলোর অপরুপা মন্ডল ।

সঙ্গীত শিল্পী অপরুপার বাবা মা দুজনেই পেশায় স্কুল শিক্ষক। অভিভাবকদের স্বপ্ন মেয়ে বড় হয়ে নিজের মতো করে নিজেকে গড়ে তুলুক, তাঁর সঙ্গীত জীবনের অনুপ্রেরনায় তাঁর বাবা মা, তাই পরিবারের পাশাপাশি নিজের স্বপ্ন পূরন করার চেষ্টায় অঙ্গীকারবদ্ধ সঙ্গীত শিল্পী অপরুপা।

Leave a Reply