শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভ্যাকসিন পেতে বিক্ষোভ অব্যাহত

Social

মলয় দে নদীয়া :-দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়েও মিলছেনা করোনার টিকা ধৈর্যহীন হয়ে বিক্ষোভ সাধারণ মানুষের। বৃহস্পতিবার সকালে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে করোনার টিকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ অভিযোগ কেউ রাত্রির দুটো থেকে কেউ আবার ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র টিকা নেওয়ার জন্য। প্রত্যেকেই অনলাইনে তাদের নাম নথিভুক্ত করেছেন সে মতোই লাইনে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু তাদের অভিযোগ টিকাকরণের জন্য লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের টিকা দেোয়া হচ্ছে না হাসপাতাল সুপারকে জিজ্ঞাসা করলে কোন সদুত্তর না মেলায় হাসপাতালে গেটের বাইরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে টিকা নিতে আসা সাধারণ মানুষ।

তারা এও অভিযোগ করেন যেখানে ১১০ জনের টিকা নেওয়ার জন্য লিস্ট তৈরি করা হয়েছে তাদেরকে টিকা না দিয়ে ভেতর থেকে প্রভাবশালী লোকজন কে টোকোন দিয়ে করোনার টিকা দেয়া হচ্ছে। তাদের দাবি বাড়ির অন্যান্য কাজ ফেলে এই গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু হাসপাতালের পক্ষ থেকে কেন এমন অব্যবস্থা। এর আগেও এই একই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ হাসপাতালের অভিযোগ ওঠে হাসপাতালের বিরুদ্ধে। ভেতর থেকে টাকা নিয়ে করোনার টিকা দেওয়া হচ্ছে অথচ অনলাইনে নাম নথিভুক্ত থাকা সত্বেও টিকা দিচ্ছেনা হাসপাতাল কর্তৃপক্ষ নীরব হাসপাতাল সুপার।

Leave a Reply