মলয় দে নদীয়া :-করোনা সচেতনতায় পথে নামল নদীয়া জেলার নবদ্বীপের পুলিশ প্রশাসন। মারণব্যাধি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে পৃথিবীর বুকে। যার প্রভাবে সারা বিশ্বের পাশাপাশি এই রাজ্যেও কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণব্যাধিতে। ব্যাধির করাল গ্রাসে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রভাব থেকে সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার সকালে নদীয়ার নবদ্বীপ থানার আইসি দেবাশীষ চ্যাটার্জীর নেতৃত্বে স্থানীয় প্রতাপনগর পালপাড়া বাজার ,প্রাচীন মায়াপুর বাজার ও নবদ্বীপ বাস স্ট্যান্ডের মত জনবহুল এলাকায় অভিযান চালায় পুলিশ। ভয়াবহ এই মারণব্যাধি থেকে রক্ষা পেতে সর্বদা মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শের পাশাপাশি কোভিড সংক্রান্ত সচেতনতামূলক বার্তা সাধারণ জনসাধারণের মধ্যে তুলে ধরেন পুলিশকর্মীরা।
এছাড়াও পথচলতি মাস্ক বিহীন মানুষজনদের মাস্ক বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। এরপরেও যদি মানুষ সচেতন না হন তাহলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন বলে এইদিন জানান নবদ্বীপের আইসি দেবাশীষ চ্যাটার্জী।