মলয় দে, নদীয়া : -অন্যায় এর সাথে আপোশ করেন নি কখনো,কলমের তীক্ষ্ণতায় ঘুম উরিয়েছিলেন বাম ডান জামানার একাধিক নেতাদের।
তাঁর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য “প্রাক্টিক্যাল জার্ণালিজম” যা আগামীর সাংবাদিকদের পথ দেখাবে।কিন্ত সেই বিশিষ্ট সাংবাদিক উদয় বসু চলে গেলেন।উত্তর ২৪ পরগনায় সাংবাদিক জগতের এক স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি হল।
বুধবার সকালে করোনার কাছে হার মানলেন তিনি,চলে গেলেন সকলকে ছেড়ে।মৃত্যুকালে বয়েস ছিল ৬৫। জানা যায় গত কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন। অল ইন্ডিয়া ব্যুয়ারোর উত্তর ২৪ পরগনার সভাপতি ছিলেন তিনি, আজকাল পত্রিকায় তার ক্ষুরধার লেখনী সংবাদ জগতে থাকবে চির স্মরণীয় হয়ে।