মাজদিয়ায় বাম ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ও করোনা সচেতনতা

Social

সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ খুবই ভয়ঙ্কর হয়ে উঠছে।  দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা, নদীয়াে কৃষ্ণগঞ্জ ব্লক এও আক্রান্তের সংখ্যা অনেক।

মাজদিয়া বাজার এলাকায় বেশ কয়েক জনের করোনা পজিটিভ আসার কারণে বাম ছাত্র যুব সংগঠন এস এফ আই ও ডি ওয়াই এফ আই কৃষ্ণগঞ্জ আঞ্চলিক কমিটির সদস্যরা আর বসে থাকতে পারেনি।

গত বছরের ন্যায় এই বছরেও তারা বেরিয়ে পরে জীবাণুনাশক স্প্রে নিয়ে । সোমবার তারা  মাজদিয়া বাজার , স্টেশন, টিকিট কাউন্টার, ব্যাংক, পোস্ট অফিস, এটিএম, সবজির আড়ত প্রভৃতি জন বহুল স্থান সহ অটো, টোটো, বাস প্রভৃতি পরিবহন জীবাণু নাশক স্প্রে করে এবং মানুষের মধ্যে সচতনতা মূলক বার্তা দেয়।

সাধারণ পথ চলতি মানুষ , ব্যবসায়ী গণ সহ ক্রেতা বিক্রেতা সবাই এই কাজের ভুয়সী প্রসংশা করেন।

এস আই আই কৃষ্ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি পার্থ মন্ডল জানান, “ভোট মিটে গেছে বাকি রাজনৈতিক দলের নেতা কর্মীরা শীত ঘুমে চলে গেছে, কিন্তু আমরা বামপন্থী ছাত্র যুবরা সব সময় মানুষের পাশে ছিলাম, আছি ও থাকবো” ।

Leave a Reply