দেবু সিংহ মালদা : অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলার ৬টি আসনে শুরু হলো নির্বাচন প্রক্রিয়া।
সোমবার ভোর থেকে বিভিন্ন বুথের সামনে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন লক্ষ করা যায় ভোটারদের।
মালদা জেলার চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, গাজোল এবং হবিবপুর বিধানসভা কেন্দ্রে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া।
করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। প্রতিটি বুথে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী।
করোনা পরিস্থিতিতে ভোটকেন্দ্রের বাইরে সাদা রং দিয়ে গন্ডি কাটা হয় ভোটারদের দাড়ানোর জন্য। সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দেন ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় সকাল থেকে শুরু হয় ভোটদান প্রক্রিয়া। করোনা পরিস্থিতিতে ভোট কর্মী, কেন্দ্রীয় বাহিনী এবং ভোটারদের মুখে ছিল মাস্ক। তবে বুথের ভিতরে কোভিড বিধি মানা হলেও বুথের বাইরের বিধি কতজনই বা মানবেন ?