আদিবাসী গ্রামে কমিউনিটি কিচেন এর মাধ্যমে শিশুদের একবেলার আহার জোগালো স্বেচ্ছাসেবী সংগঠন

Social

সোশ্যাল বার্তা : দেশ জুড়ে লকডাউন ও করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি ও আমফান ঝড়ে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত, কাজ হারা কত মানুষ তার অন্ত নেই । অনেক মানুষ পেটের তাগিদে পেশা পরিবর্তন করেছেন । সেই সমস্ত পরিবারের শিশুদের সহযোগীতায় এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগরের ফেসবুক গ্রুফ কৃষ্ণনগর ঐকতান ও স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ইচ্ছে, এছাড়াও কিছু স্বহৃদয় ব্যক্তি- কৃষ্ণনগরের এক দম্পতি বিপ্লব সাহা ও দেবশ্রী সাহা এবং যাত্রাপুরের অনুপম মন্ডল (পম) ।

আজ নদীয়া জেলার দোগাছী গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম ভূতপাড়ায় প্রায় ৩০০ জন শিশুর জন্য একটি কমিউনিটি কিচেন খোলে তারা । সকালে এলাকার ছোট ছোট বাচ্চাদের হাতে সদস্যরা তুলে দেন বিস্কুট । এলাকার মহিলারা ও যুবক সম্প্রদায় একজোট হয়ে সহযোগিতা করেন রান্না সহ অন্যান্য কাজে । উপস্থিত ছিলেন ফেসবুক গ্রুপ কৃষ্ণনগর ঐক্যতান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ।

আজকের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম দেবশ্রী সাহা জানান ” ছোট ছোট শিশুরা দীর্ঘদিন লকডাউন এর ফলে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে । অন্যদিকে পরিবারের প্রধানের হাতে তেমন অর্থ নেই তাই আমাদের এই উদ্যোগ ।”

 

সংগঠনের পক্ষ থেকে অরিন্দম দেব ও ভাস্বতী সিংহরায় যৌথ বিবৃতিতে জানান “লক ডাউনের সময়কাল থেকেই মানুষ খুব সমস্যায় আছেন এটা বলার অপেক্ষা রাখে না । তাই ছোট ছোট বাচ্চাদের জন্য এই ছোট প্রয়াস । তবে এটা আমরা আমরা লক্ষ্য করলাম গ্রামে বেশিরভাগ মানুষ মাস্ক পরছেন না । আজ আমরা সচেতন করলাম আগামী রবিবারে মাস্ক বিতরণ করবো সাধারণ মানুষ ও বাচ্চাদের মধ্যে ।”

 

এলাকার বাসিন্দা কেনারাম সরদার জানান ”  আমাদের বাচ্চাদের জন্য ওনারা বিস্কুট ও খাবারের ব্যবস্থা করেছেন । ওনাদের ধন্যবাদ জানাই ।” তাদের এই ভূমিকায় খুশি স্থানীয় জনসাধারণ ।

Leave a Reply