রমিত সরকার,নদীয়া: সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ। করোনা’র দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক অবস্থা ধারণ করেছে।
করোনা সংক্রমণ রুখতে সরকারের পাশাপাশি এগিয়ে এল নদীয়ার কৃষ্ণনগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা কৃষ্ণনগর ঐকতান ও শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র ।
সংস্থা দুটির উদ্যোগে রবিবার কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র,শক্তি মন্দির ,পোস্ট অফিস, খেলার মাঠের গ্যালারি ও হাইস্কুলের গেট সহ একাধিক জায়গায় জীবাণু নাশক স্প্রে করা হয়। এছাড়াও তাদের উদ্যোগে মাস্ক না পরা ব্যক্তিদের মাস্ক বিষয়ে সচেতন করা হয় এবং বিলি করা হয় মাস্ক।
কৃষ্ণনগর ঐকতান এর সভাপতি অরিন্দম দেব জানান ” কয়েকদিন আগে শক্তিনগরের হাসপাতালের সামনে এক বাড়িতে একজন করোনা রোগী মৃত অবস্থায় পড়েছিলেন ফলে বাসিন্দারা চিন্তার মধ্যে ছিলেন তাই এই উদ্যোগ। শক্তিনগর এলাকার বাচ্চাদের ক্যারাটে ও যোগা শেখানো হয় এবং বিকেলের দিকে মানুষের ভিড় হয় সেই সব জায়গা জীবাণুনাশক স্প্রে করা হল । পাশাপাশি বিলি করা হলো মাস্ক। সবার কাছে অনুরোধ প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না”।
সংস্থা দুটি’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।