ফলাফল গনণার বাকি হাতেগোনা মাত্র কয়েকদিন ! করোনা কাঁটায় বিদ্ধ নদীয়ার দুই প্রার্থী

Social

মলয় দে, নদীয়া:- করোনায় আক্রান্ত হলেন নদীয়ার শান্তিপুরের দুই প্রার্থী, একজন সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী চল্লিশোর্ধ ঋজু ঘোষাল , অন্যজন শান্তিপুরের দীর্ঘদিনের রাজনীতিবিদ ষাটোর্ধ্ব অজয় দে।

উত্তর ২৪ পরগনার বারাসাতের নিজস্ব বাড়িতে ঋজু ঘোষাল, রয়েছেন হোম আইসোলেশনে, অন্যদিকে শান্তিপুরের নিজস্ব বাসভবনে অজয় দে। নির্বাচনের ফলাফল আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন! জেলার এক বিদায়ী বিধায়ক এবং করিমপুরের বিজেপি প্রার্থীও আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে।

করোনার সংক্রমিত হওয়ার প্রথম দিকে এই শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার দিল্লি থেকে ফেরত আসার পর  নবদ্বীপ এবং অন্য বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টারে পরিদর্শন করা নিয়ে উঠেছিল জল্পনা। করোনা রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও তাকে হোম আইসোলেশনে থাকার জন্য পুলিশি তৎপরতাও চোখে পড়েছিল। যদিও তিনি একাধিকবার পরীক্ষা করার পরও বারংবার নেগেটিভ রিপোর্ট এসেছে তার।

বিধানসভার প্রধান প্রতিপক্ষ এই তিন প্রার্থী সবাইকেই নানান পথসভা জনসভা এবং ভোট প্রচারে জনজোয়ারে ভাসতে দেখা যায় নির্বাচন প্রাক্কালে। বেসামাল অবস্থায় অনেক সময়ই তাদের মুখের মাস্ক, শারীরিক দূরত্ব চোখে পড়েনি। ভিড় এড়িয়ে চলা, স্বাস্থ্য বিধি অক্ষরে অক্ষরে পালন করা সাধারণ মানুষের একাংশের প্রশ্ন যে উদ্দাম উচ্ছ্বাস নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা, দেশের এই চরম সংকটময় মুহূর্তে তাদের ভূমিকা নিয়ে! যদিও তারা প্রত্যেকেই করোনা সচেতনতায় নিজ নিজ দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বলেই জানান। করোনার প্রাদুর্ভাব ঘটছে এখন দেখা যাক করোনার এই বিপদের সময়ে সাধারণ মানুষের জন্য কে কিভাবে সাহায্য করেন?

সবার কাছে আবেদন আপনারা মাস্ক ব্যবহার করুন। অকারণে বাড়ির বাইরে যাবেন না নিজের সুরক্ষিত থাকুন ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। সরকারের সমস্ত রকম নির্দেশিকা মেনে চলুন।

Leave a Reply