মলয় দে, নদীয়া :-রাত পোহালেই শুরু ভোট গ্রহণ প্রক্রিয়া। নদীয়া জেলার মোট নয়টি বিধানসভায় ভোট গ্রহণ প্রক্রিয়া। তার আগে ভোট কর্মীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। সকলেই সকাল থেকে নিজের বুথের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন। উল্লেখ্য নদীয়ার কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, চাপড়া, তেহটটো, করিমপুর, পলাশীপাড়া, কালিগঞ্জ, নবদ্দীপ, নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ চলবে।
এই ভোট গ্রহণ প্রক্রিয়া ঘিরে কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রতিটা ভোট গ্রহণ কেন্দ্র। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে সকাল থেকেই ভোট কর্মীরা রওনা দিয়েন নিজেদের বুথে। তবে রাতের খবর করিমপুরের কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে প্রায় ঘণ্টা তিনেক বিদ্যুৎ বন্ধ থাকে ফলে সমস্যায় পড়েন কিছু পোলিং বুথের কর্মীরা।