রানাঘাট পুরসভা উদ্বিগ্ন করোনা পরিস্থিতি নিয়ে দেওয়া হলো সচেতনতামূলক বার্তা  

Social

মলয় দে, নদীয়া :-ক্রমশই ঘোরালো হচ্ছে রানাঘাটের করোনা পরিস্থিতি। ইতিমধ্যেই রানাঘাট পৌরসভায় ৪ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। ৮০ জন পৌরনাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে কোয়ারান্টিনে রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২ জন এবং তারমধ্যে আশঙ্কাজনক আছেন ২ জন। এই ভয়াবহ পরিস্থিতিতে আগামী দিনে রানাঘাট শহরে কি কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সবিস্তারে জানালেন রানাঘাট পৌরসভার মুখ্যপৌরপ্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান মানুষকে করোনা বিষয়ে সচেতন করতে একটি পদযাত্রার আয়োজন করা হয়। রানাঘাট হাসপাতাল ও পুলিশ প্রশাসন অংশগ্রহণ করেন। সবাই যাতে মাস্ক পরেন ও সেনিটাইজার ব্যবহার করেন তার জন্য প্রচার চালানো হচ্ছে । সামাজিক দুরত্ব মেনে চলতে সবাইকে অনুরোধ করেন।

Leave a Reply