বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য এগিয়ে এল সোনার তরী কমিউনিটি কিচেন

Social

মলয় দে নদীয়া:- সাধ্য যত কম থাকুক না কেন, সাধের ইচ্ছা প্রবল থাকলে উপায় ঠিকই হয়। নদীয়া জেলার শান্তিপুরের সোনার তরীর, কমিউনিটি কিচেনে আজকের অতিথি বিশেষ চাহিদা সম্পন্নরা।

শান্তিপুরের নৃসিংহপুর অঞ্চলের কিছু মাঝবয়সী তরুণ নিজেদের নিয়োজিত করেছেন সমাজের সমতা বজায় রাখার জন্য। সারা বছরই নিকটাত্মীয় বন্ধুবান্ধব পরিচিতদের কাছ থেকে জোগাড় করা খাদ্যদ্রব্য নিয়ে রান্না করেপৌঁছে যান প্রত্যন্ত গ্রামে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া কিছু মানুষের কাছে। লকডাউন এর মধ্যে পরিষেবা তাদের কাছে নতুন কিছু নয়।

আজ সমগ্র হরিপুর অঞ্চলের তাই ২২০ জন শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষকে দুপুরের খাবার পৌঁছে দিলেন স্থানীয় প্রতিবন্ধন সংস্থার সহযোগিতায়।

উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া শ্রেণীর অন্নের যোগাড় করা খুব একটা কঠিন কাজ নয়। এই সমাজে বহু ভালো মানুষ আছেন, সময়াভাবে পরিকাঠামোর অভাবে পৌঁছাতে পারেন না প্রান্তিক দের কাছে, কিন্তু সহযোগিতার সদিচ্ছা আছে। আমরা শুধু যোগাযোগ মাধ্যম মাত্র।

Leave a Reply