মলয় দে, নদীয়া :-প্রয়াত দীপক দাসের স্মরণে নদীয়া জেলার রানাঘাট লায়ন্স ক্লাবে আয়োজিত হল স্মরণ সভা। ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনর প্রাক্তন সচিব ও কলকাতা মাঠের বিশিষ্ট ফুটবলারের স্মৃতিতে হওয়া এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার রা। উপস্থিত ছিলেন কমল চট্টোপাধ্যায় এর মত ক্রীড়া ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন বোধিসত্ত্ব তরফদার, সুপ্রিয় মুখোপাধ্যায় সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।দিলীপ চট্টোপাধ্যায় স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এবং রানাঘাট ভেটারেন্স ক্লাবের সহযোগিতায় এদিনের স্মরণসভায় দীপক দাস এর সোনালী অতীত নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার নিলিমেশ রায়চৌধুরী।