দীঘার জাতীয় সড়কের যাত্রীবাহী বাস ও পর্যটকদের গাড়ির সংঘর্ষে আহত পাঁচ

Social

পূর্ব মেদিনীপুরঃ দীঘা- নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের যাত্রীবাহী বাস ও পর্যটকের গাড়ির মুখোমুখি সংঘর্ষের আহত হলেন পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০ টা নাগাট দীঘা নন্দকুমার জাতীয় সড়কের হেঁড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।ঘটনার পর অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় সড়ক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কলকাতা থেকে দীঘা গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দিঘা থেকে কলকাতা গামী পর্যটক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটো গাড়ির কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক যানজট তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হেঁড়িয়া প্রাথমিক কেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় সঙ্কটজনক বলে জানাগেছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের এক পুলিশ আধিকারিক বলেন ঠিক কি কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত গতিতে থাকার কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

Leave a Reply