দেবু সিংহ,মালদা: মালদার ইংরেজবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকার বাড়ির পাশে এক জলাশয় থেকে বিষধর একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী নিতাই হালদার।
বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এলাকার বাসিন্দা জগবন্ধু সরকারের কাছ থেকে খবর পেয়ে ওই সাপটি উদ্ধার করেন নিতাই। তিনি জানিয়েছেন, তিনি এই সাপটিকে কোনও জঙ্গলে ছেড়ে দেবেন। স্থানীয় বাসিন্দা জগবন্ধু সরকার জানিয়েছেন, চার দিন ধরেই আমার বাড়ির পেছনে জলাশয়ের পাশে বিষধর এই সাপটি ঘোরাফেরা করছিল। ফলে ওই বাড়ির আশেপাশের বাসিন্দারা রীতিমতো আতঙ্কে ছিলেন। এদিন সকালে ফের সাপটিকে ওই জলাশয়ের আশে পাশে ঘোরাফেরা করতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুরাতন মালদার সর্পপ্রেমী নিতাই হালদারকে। নিতাই হালদার সকালেই ছুটে আসেন এবং সাপটিকে উদ্ধার করেন। নিতাই হালদার বলেন, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তাই সাপটিকে না মেরে উদ্ধারের জন্য আমাকে খবর দিয়েছেন। সাপটিকে আজ আমি জঙ্গলে ছেড়ে দেব। এটি বিষধর চন্দ্রবোড়া সাপ।