ধান চাষে জলসংকট ! নির্বাচনী প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়েন মালদা বিধানসভার প্রার্থী ও সাংসদ

Social

দেবু সিংহ,মালদাঃ-পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রামপঞ্চায়ের রাজবাড়, জলকরবিথান এলাকায় কৃষকদের জমিতে জলের সঙ্কট দেখা দিয়েছে। ধান পাকার মুখে জমি শুকিয়ে যেতে শুরু করছে। কয়েক হাজার বিঘা জমির চাষিরা এখন সমস্যায়। জলসঙ্কটের হাত থেকে চাষিরা পরিত্রাণ না পেলে পথে বসে হবে তাঁদের। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে জমি চাষ করেছেন তাঁরা।

বুধবার নির্বাচনী প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়েন মালদা বিধানসভার প্রার্থী গোপালচন্দ্র সাহা ও উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। চাষিরা বিকল্প জলের ব্যবস্থা করার কথা বলেন। টাঙনের জল শুকিয়ে এসেছে। নালার আকারে জল এখন। এই অবস্থায় টাঙনের ওপর নির্ভর করা যায় না। তাই সাব মার্শিবল বসানোর প্রস্তাব দিয়েছেন চাষিরা।

খগেন মুর্মু বলেন, ‘‌জলের ব্যবস্থার ব্যাপারে বিডিও-‌র সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। আশা করি চাষিদের সমস্যা দূর হবে এবার।’‌

Leave a Reply