সাবধান ! নাকা চেকিং করে চলছে গাড়ির সঠিক হর্ন পরীক্ষা

Social

দেবু সিংহ,মালদা: বিভিন্ন যানবাহনের এয়ার হর্ন ব্যবহারের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা সে ব্যাপারে অভিযান চালালো জেলা ট্রাফিক পুলিশ। শুক্রবার সকাল থেকে ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন যানবাহনের এয়ার হর্ন ব্যবহারের ক্ষেত্রে কতটা নিয়ম মানা হচ্ছে, সে ব্যাপারে তদারকি চালায় অভিযানকারী ট্রাফিক পুলিশের কর্তারা । বেসরকারি বাস পন্যবাহী লরি সহ অন্যান্য যানবাহনও এদিন রাস্তায় দাঁড় করিয়ে এয়ার হর্ন ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখেন জেলা ট্রাফিক পুলিশের কর্তারা।
জেলা ট্রাফিক পুলিশের ওসি বিটুল পাল জানিয়েছেন , পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট শব্দের মধ্যেই ব্যবহার করতে হবে বিভিন্ন যানবাহনের এয়ার হর্ন। যার ফলে শব্দ দূষণ রোধ করা সম্ভব। এদিন সেদিকেই লক্ষ্য রেখে বিভিন্ন ভারী যানবাহন গুলিতে তদারকি করা হয়েছে। বেআইনি এয়ার হর্ন ব্যবহারের ক্ষেত্রে পাঁচটি লরি আটক করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ মেনে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply