মলয় দে, নদীয়া:- প্রথমবার ভোট দেবেন নতুন ভোটাররা কিন্তু কিভাবে দিতে হয় ভোট ? নদীয়া জেলার কৃষ্ণনগরে ভোটারদের সচেতন করতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ উদ্যোগ নিতে দেখা গেল। নতুন ভোটার ও সাধারণ ভোটাররা বৈদ্যুতিক ভোটিং মেশিন এ কিভাবে ভোট দেবেন সে বিষয়ে সচেতন করতে ইভিএম সহ ভিভিপ্যাটর প্রদর্শনী মুলক একটি ট্যাবলোর উদ্বোধন করলেন জেলাশাসক পার্থ ঘোষ।
এদিন জেলা শাসক দপ্তর থেকে সবুজ পতাকা নেড়ে এই ট্যাবলোর যাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন সহকারী জেলাশাসক সহ নির্বাচন কমিশনের কর্ম কর্তারা। জানা যায় নতুন ভোটারদের সচেতন করতে প্রচার চালাবে এই ট্যাবলো।
নির্বাচন কমিশনের এই ব্যবস্থায় খুশি নতুন ভোটাররাও । এই বারেই ভোটার তালিকায় নাম উঠেছে কৃষ্ণনগরের মাঝের পাড়া এলাকার তপন বিশ্বাসের । এই বিষয়ে তিনি জানালেন, দেখলাম ট্যাবলোটি। একবার মহড়া দিতে পারলে খুব ভালো হবে।