সোশ্যাল বার্তা : ভর সন্ধ্যেবেলা কল্যাণী স্টেশন চত্বর থেকে বেরিয়েই রাস্তার মোড়ে উৎসাহী মানুষের জটলা । উঁকি মেরে দেখি – সদ্য বিবাহিত বউ ঝগড়া করে নেমে পড়েছে রাস্তায়। বেচারা স্বামী প্রাণপন চেষ্টা করছে ফিরিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু তার একই গোঁ- নিজের ভোটটা সে নিজেই দেবে । কিংবা রানাঘাট রথতলায় বহুদিন বাদে দেশে ফেরা মাস্টার – ভিড়ের মধ্যে জাহির চাচাদের বুঝিয়ে চলেছে এবারের নির্বাচনে আশি বছরের উপরে বৃদ্ধ-বৃদ্ধা বা ফিজিক্যালি চ্যালেঞ্জড ভোটাররা নিজের বাড়িতে বসেই কিভাবে ভোট দিতে পারবেন ।
কৃষ্ণনগরের ব্যস্ত রাজপথে ভুলো মনের ভোলা দাদু কে নাতি-নাতনিরা মনে করিয়ে দিচ্ছে এবারে ভোট দিতে হবে স্বাস্থ্যবিধি মেনে। আবার তেহট্টের পথে কেউবা বোঝাচ্ছেন গনতন্ত্রে ভোটের গুরুত্ব। এসবই আসলে “কৃষ্ণনগর সিঞ্চন” এর নাটক- “ভোট দিন সকলে”র খন্ড চিত্র।
নির্বাচন কমিশনের উদ্যোগ ও আয়োজনে সমগ্র নদিয়া জেলা জুড়ে চলছে ভোটার সচেতনতা কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে নদিয়ার খ্যাতনামা নাট্যদল “কৃষ্ণনগর সিঞ্চন” নির্মাণ করেছে নাটক- “ভোট দিন সকলে”।
নাটকটি লিখেছেন ও নির্দেশনা করেছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব -“শ্রী সুশান্ত কুমার হালদার”। অভিনয়ে অংশ নিয়েছেন – মুখর প্রামাণিক , প্রীতিলতা নন্দী , সীমা মজুমদার , জিৎ নাথ , গৌর সাহা , অঙ্কিতা নস্কর , সতীনাথ মণ্ডল এবং সৌরভ শীল।
“কৃষ্ণনগর সিঞ্চন” এর নির্বাচনী পথ নাটক বেশ সাড়া জাগিয়েছে সাধারণ মানুষের মনে। গান,ছড়া ও হাসির মোড়কে গড়া নাটক দর্শক বেশ উপভোগ করছে। কল্যাণী থেকে তেহট্ট নদিয়াবাসী হাসতে হাসতে সচেতনতার পাঠ নিয়ে ঘরে ফিরছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।