পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নদীয়া জেলা শাখার উদ্যোগে কমিউনিটি কিচেন

Social

সোশ্যাল বার্তা : একদিকে করোনা মহামারী অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে । বতর্মান পরিস্থিতিতে অনেক মানুষ তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন । সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগীতায় এগিয়ে এসেছে বিভিন্ন সেবামূলক সংগঠন ।

প্রান্তিক মানুষের সহযোগীতায় এগিয়ে এল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নদীয়া জেলা শাখা । তাদের এই কাজে সহযোগীতা করেছে কৃষ্ণনগরের সেবামূলক সংগঠন মনিমা সেবাশ্রম । আজ হাঁসখালী থানার বেতনা গোবিন্দপুর অঞ্চলের বেতনা কুঠি পাড়া এলকায় তাদের সহযোগীতায় ২০০ জন প্রান্তিক মানুষের একবেলার রান্না করা  আহারের ব্যবস্থা করা হয় ।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নদীয়া জেলার পক্ষে জেলা সম্পাদক অনিন্দ্য চ্যাটার্জি, দেবাশীষ বিশ্বাস, দেবাশীষ অধিকারী, মানস দাস , পিপুল বিশ্বাস সহ অন্যান্যরা ।

নদীয়া জেলা বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক অনিন্দ্য চাটার্জী বলেন ” আমরা কোন পেশাদার লোক না নিয়ে নিজেরাই রান্না করে সাধারণ মানুষের মধ্যে খাদ্য পরিবেশন করছি । সাধারণ মানুষের সহযোগীতার জন্য আমাদের এই সেবা কাজ চলবে । এই কাজে সহযোগীতা করার জন্য ছবি চ্যাটার্জী যিনি মনিমা নামে পরিচিত তাকে অভিনন্দন জানাই ।”

Leave a Reply