মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে নাটক

Social

দেবু সিংহ মালদা : মালদা সমবেত প্রয়াস এর উদ্যোগে রবিবার সন্ধায় মালদা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো দুটি নাটক। প্রথম নাটকটি ছিল মালদা সমবেত প্রয়াস এর মুক্তাঙ্গন নাটক পরিযায়ী কথা। মূলত লকডাউন এর সময় পরিযায়ী শ্রমিকরা কিভাবে অসুবিধার মধ্যে পড়েছিল তার নিয়েই নাটকের মূল প্রেক্ষাপট।

দ্বিতীয় নাটকটি ছিল মঞ্চনাটক, দেশের নামে। সমকালীন রাজনৈতিক যে রক্তচক্ষু এবং মানুষকে প্রতিবাদ না করতে দেওয়ার চেষ্টা তারই পেক্ষাপটে গুড়ে উঠেছে এই দ্বিতীয় মঞ্চনাটক দেশের নামে।

Leave a Reply