নিউজ সোশ্যাল বার্তা ,৩০ই অক্টোবর ২০১৯,দীপাঞ্জন দে,নদীয়া : গতকাল ২৯শে অক্টোবর ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র পক্ষ থেকে প্লাস্টিক বিরোধী সান্ধ্যকালীন পদযাত্রা ও অভিযান কর্মসূচি নেওয়া হয়।
পূর্ব পরিকল্পনা মতো ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র সদস্যরা এই দিন প্রথমে রাজবাড়ী প্রাঙ্গণে বৈকাল ৫.৩০ থেকে জমায়েত হতে শুরু করে। মহকুমা শাসক কৃষ্ণনগর সদর মাননীয় শ্রী সৌমেন দত্ত মহাশয় উপস্থিত হলে পরিবেশ সচেতনতামূলক পদযাত্রা ও অভিযান শুরু হয়। সন্ধ্যা ৬.১৫ থেকে রাত্রি ৮.০০ পর্যন্ত প্লাস্টিক বিরোধী পদযাত্রা ও অভিযান কর্মসূচি চলে।
পরিবেশ বন্ধুর পক্ষ থেকে প্রায় ১৫জন স্বেচ্ছাসেবী এই দিনের পদযাত্রায় সামিল হন। কৃষ্ণনগর রাজবাড়ী থেকে শুরু করে আর.এন.টেগোর রোড ধরে চ্যালেঞ্জ মোড় পর্যন্ত রাস্তার দুই ধারের স্থায়ী ও অস্থায়ী দোকানগুলিতে এই দিন অভিযান চালানো হয়। এই দিনের অভিযানের মূল উদ্দেশ্য ছিল রাস্তার দুই ধারের স্থায়ী-অস্থায়ী খাদ্য খাবার বিক্রেতাদের পরিবেশ সচেতন করে তোলা এবং প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করতে মানা করা। এই দিন মাননীয় মহকুমা শাসক সদর রাজবাড়ী থেকেই পৌরসভার পর্যন্ত অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। পথিমধ্যে আবার কেউ কেউ পদযাত্রায় অংশ নেন।
পরিবেশ বন্ধুর নতুন সদস্য হিসেবে জওহরলাল নেহেরু কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার সুমন মোদকও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন । এই দিনের অভিযানে রাস্তার দুই ধারের দোকানগুলি থেকে প্রমাণ সাইজের প্রায় ৫ ব্যাগ ভর্তি প্লাস্টিক ও থার্মোকলের সামগ্রী উদ্ধার করা হয়।
https://www.facebook.com/News-Social-Barta-24X7-110434333650363/