মা মাটি মানুষের সরকার এবং অজয় দে’র প্রচারে পথনাটিকা বহুরূপী জীবন্ত মডেল কল্যাণ সমিতি

Social

মলয় দে, নদীয়া:- লকডাউনে দীর্ঘদিন কঠিন সমস্যার মধ্যে ছিলেন শ্রমিক কৃষক সহশিল্পীরাও। সে সময় সহযোগিতা অসহযোগিতা নানা অভিজ্ঞতা, শিল্পীদের ভাতা, কন্যাশ্রী, সবুজ সাথী, রুপশ্রীর মতো বেশ কিছু অতি পরিচিত সরকারি প্রকল্পের শুফল নাটক আকারে শান্তিপুর বিধানসভার বিভিন্ন গ্রাম এবং পাড়ার মোড়ে অভিনয় করে মা মাটি মানুষের সরকার তৃতীয়বার গঠনের আর্জি জানিয়ে, শান্তিপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী অজয় দে কে এক নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার অনুরোধ করছেন বহুরূপী জীবন্ত মডেল কল্যাণ সমিতির ১২ জন সদস্য।

সংগঠনের পক্ষ থেকে রাজু দাস জানান, এই সরকারই প্রথম শিল্পীদের মর্যাদা দিয়েছেন। শুধু ভাতা নয়, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে সরকার কর্তৃক প্রদত্ত শিল্পী কার্ড অনুযায়ী প্রত্যেক কে কর্মযোগান দিয়েছেন তাই এ সময় পাশে থাকার অর্থ কৃতজ্ঞতা প্রকাশ। শান্তিপুর শহরের মালঞ্চ, গো ভাগাড় মোড়, গোডাউন মাঠ, তিন নম্বর রেলগেট সংলগ্ন এইরকমই শহরের বিভিন্ন স্থান, বাগআঁচড়া, সাহেব ডাঙ্গা, হরিপুর মনসাতলা, বাবলা বাইপাস মোড় সহ বেশ কিছু জায়গায় অনুষ্ঠিত হয়েছে এই পথনাটিকা, নির্বাচন কমিশনের নির্ধারিত সর্বোচ্চ প্রচার এর সময়সীমা আগে পর্যন্ত এভাবেই চলবে বলে জানা যায় ওই নাট্য দলের পক্ষ থেকে। দিনের প্রচন্ড রৌদ্র এড়াতে, সকাল এবং বিকালের পর তারা তাজের নাটক প্রদর্শিত করছেন।

Leave a Reply