সোশ্যাল বার্তা : নদীয়া জেলার বগুলার স্বেচ্ছাসেবী সংস্থা “সবুজের স্বপ্নে সবুজায়ন” দীর্ঘ দেড় বছর ধরে সবুজায়নের কাজ করে চলেছে। বন্ধুদের আড্ডার স্থল থেকেই সবুজের স্বপ্নের সবুজায়নের সৃষ্টি, সমাজের জন্যই নয় শুধু পরবর্তী শিশুদের জন্য পৃথিবী বাসযোগ্য করে যাওয়াই তাদের মূল লক্ষ্য ।
প্রথমে তারা নার্সারি থেকে গাছের চারা নিজেরা কিনে বনসৃজন ইচ্ছুক মানুষের জমিতে গাছ লাগিয়েছে। কিন্তু এভাবে কত সবুজ বৃদ্ধি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তাদের মাথায় আসে চারা রোপণ সহ বীজ বপন এর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে সবুজ বৃদ্ধির চিন্তাভাবনা। এবং বর্তমানে চারা রোপণ সহ বীজ বপন উভয় কাজই তারা করে চলেছে। সাধারণ মানুষের মধ্যে সবুজ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিয়ের অনুষ্ঠানে তারা উপহার স্বরূপ দিয়েছেন বীজ।
৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসে তারা চারা রোপন সঙ্গে সঙ্গে প্রায় ৫০০০০ বীজ ছড়িয়েছেন হাঁসখালি থেকে বাদকুল্লা যাওয়ার বিভিন্ন রাস্তায় ও নদীর পাড় দিয়ে ।
“সবুজের স্বপ্নে সবুজায়ন ” মনে করে তাদের কাছে প্রতিটা দিনই পরিবেশ দিবস এবং তারা প্রতিদিনই কিছু না কিছু কর্মকান্ড সবুজ বৃদ্ধির জন্য করে থাকেন। দীনেশ, দীপঙ্কর অভিজিৎ, নিলিমেশ, রাজ, দীপেশ, নিটু, রতনলাল, অশোক, মনোজিৎ, মিঠুন, বিপ্রজিত, রাজিব, প্রসেনজিৎ আশীষ সহ সকলের চোখে একই স্বপ্ন আগামী প্রজন্মকে একটি শিশুর বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়া।
এছাড়া তাদের হাতে রয়েছে বেশ কিছু কর্মসূচি যেমন- বগুলা স্টেশন সৌন্দর্যায়ন,সরকারি স্কুলগুলোতে বৃক্ষরোপণ বিভিন্ন আগ্রহী সংস্থাকে বীজ সরবরাহের মাধ্যমে শুধুমাত্র জেলা নয়, রাজ্য নয়, দেশ নয়,বিশ্বব্যাপী সবুজের কর্মকাণ্ডের প্রসারের মাধ্যমে পৃথিবীকে সবুজ করে গ্রীন আর্থ সৃষ্টি করা।