গ্যাস সিলিন্ডার বহনকারী ইঞ্জিন চালিত মোটর ভ্যানের ধাক্কায়, ভেঙে গেল রেলগেট

Social

মলয় দে, নদীয়া : গ্যাসের সিলিন্ডার ভর্তি ইঞ্জিন ভ্যানের ধাক্কায় ভেঙে গেলো শান্তিপুর রেল স্টেশনের এক নম্বর রেলগেটের কৃষ্ণনগরের দিকের একটি গেট। ঘটনাটি মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ । স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শান্তিপুর রেল স্টেশনের এক নম্বর রেলগেট ট্রেনের সময়সীমা অনুযায়ী যখন পড়ছিল তখনই রাস্তা দিয়ে আসা একটি গ্যাসের সিলিন্ডার ভর্তি ইঞ্জিন ভ্যান এসে নিয়ন্ত্রণ হারিয়ে, সজোরে ধাক্কা মারে রেলগেট এর সঙ্গে। এরপরেই মাঝখান থেকে ভেঙে দুমড়ে যায়! যার কারণে ১৫ মিনিট মতো সময় ধরে যানজটেরও সৃষ্টি হয়।

এরপর ঘটনাস্থলে শান্তিপুর রেলস্টেশন থেকে জিআরপি পুলিশ কর্মীরা এসে ওই ভেঙে যাওয়া রেলগেট টিকে রাস্তার একপাশে সরিয়ে রেখে, যান চলাচল স্বাভাবিক করে। ইঞ্জিনভ্যানের চালক যথেষ্ট আঘাত পেয়েছে বলেই,স্থানীয়রা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

Leave a Reply