নিউজ সোশ্যাল বার্তা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বতর্মান পরিস্থিতি মোকাবিলায় অাপৎকালীন ত্রাণ তহবিল গড়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা ঘোষণা করেছেনও দলময় নির্বিশেষে সবাই কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন । রাজ্যের শিক্ষা মন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় এক ভিডিও বার্তায় শিক্ষা দপ্তরের বিভিন্ন কর্মীসহ অধ্যাপক- অধ্যাপিকা,শিক্ষক -শিক্ষিকাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার আবেদন জানিয়েছেন । বিভিন্ন মানুষ দলমত নির্বিশেষে সাহায্য করতে এগিয়ে আসছেন ।বিভিন্ন শিক্ষক সংগঠন এ ব্যাপারে এগিয়ে এসেছে ।
শিক্ষক সংগঠনের মধ্যে অন্যতম অরাজনৈতিক সংগঠন বিজিটিএ বা বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনও সরকারের আবেদনে সাড়া দিয়ে গ্রাজুয়েট শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে থেকে আপৎকালীন ত্রাণ তহবিলে অর্থ জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ।
বিশ্ব জুড়ে করোনা ভাইরাস কোভিড ১৯ থাবা বসালেও করোনা মোকাবিলায় ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার নজির সৃষ্টি করেছে। সরকারের পাশে থেকে সাধারন মানুষের সহায়তায় এমতাবস্থায় এগিয়ে এল বিজিটিএ ।
এ প্রসঙ্গে সংগঠনের সম্পাদক মাননীয় সৌরেন ভট্টাচার্য বলেন “সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও লক ডাউন শুরু হয়েছে । কতদিন লকডাউন চলবে সেটাও সিদ্ধান্ত নেবে সরকার ।এই লক ডাউন দীর্ঘদিন চলতে থাকলে সমাজের সাধারণ মানুষ এবং অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন । তাই আমরা গ্রাজুয়েট শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবেদন রেখেছি যার পক্ষে যতটা সম্ভব ত্রাণ তহবিলে অর্থ দেওয়ার জন্য এগিয়ে আসুন । আমরা আশা রাখছি সপ্তাহখানেক এরমধ্যেই মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে যতটা সম্ভব অর্থ জমা দিতে পারব”।
সংগঠনের পক্ষ থেকে বতর্মান লক ডাউন পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা মেনে সাধারণ মানুষকে বাড়ির মধ্যে আবদ্ধ থাকা ও গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ।