মলয় দে, নদীয়া :-গতবছর ঠিক এমনই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝামাঝি সময়ে অতিমারিতে স্তব্ধ হয়েছিল জনমানবের জীবনযাত্রা। অনেকটা পথ পেরিয়ে নতুন বছরের শুরুতে পাওয়া গিয়েছিলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ! সাধারণ মানুষের মতন চিকিৎসক এবং প্রশাসনিক কর্মকর্তারা ধারণা করেছিলেন করোনা যুদ্ধের জয়ের পথে অগ্রসর হতে পেরেছি আমরা।
কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১২ ই ফেব্রুয়ারি থেকে খুলেছে স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত , পড়ুয়াদের টিকাকরণ এখনো পর্যন্ত সম্ভবপর হয়নি ,তাই বর্তমান পরিস্থিতিতে স্কুলের পঠন পাঠন স্বাভাবিক রাখতে গেলে, করণা সংক্রমণে দ্বিতীয় ঢেউ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করে তোলা প্রয়োজন। ঠিক এমনই সময় চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ ও চাকদহ প্রখ্যাত নাট্য সংস্থা হ-য-ব-র-ল র যৌথ উদ্যোগে চাকদহ পূর্বাচল বালক বিদ্যাপীঠে করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবহিত করা অত্যন্ত অবশ্যিক, তাই উক্ত বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজিত হয় ।
পাশাপাশি পরিবেশনা সচেতনতা বিষয়ক নাটক “চলো পাল্টাই” অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল এর চিকিৎসক ডক্টর অরুণ বিশ্বাস মহাশয় , এছাড়াও করোনা সংক্রমণ বিষয়ে আলোকপাত করেন বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ ইবাদত আলী মন্ডল মহাশয় । নাট্য সংস্থার সম্পাদক শ্রী তপন বিশ্বাস ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যজগতের কিংবদন্তি অভিনেতা মান্যবর শ্রী সুভাষ মৈত্র মহাশয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী শুভময় নাগ মহাশয় ,ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী ও হ-য-ব-র-ল নাট্যদলের কর্মীদের আন্তরিক অংশগ্রহণের অনুষ্ঠানের অন্যতম মাত্রা পায়! শিক্ষক শ্রী কাজল ব্যানার্জির অনুপ্রেরণায় সমস্ত অনুষ্ঠানের পূর্ণসফলতা পায়। এরকম যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য অভিভাবকমণ্ডলী ও বিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন তিনি।