সোশ্যাল বার্তা : প্রত্যেক বছর এই সময়ে আমাদের সমাজের এমন কিছু মানুষ রয়েছেন যারা বাঙালির বিভিন্ন উৎসবের প্রতিমাসজ্জা করে এক অন্য রূপে সাজিয়ে তোলেন। মৃৎ শিল্পীদের পাশাপাশি এই শিল্পীদের ভূমিকাও অনস্বীকার্য।
মৃৎ ও জড়ি শিল্প একে অপরের পরিপূরক। তাই শুধুমাত্র মৃৎ শিল্পী নয় এই বিপদজনক পরিস্থিতিতে জড়ি শিল্পীরাও রয়েছেন সমস্যায় ।
গত সপ্তাহের ২৪শে মে রবিবার নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট ঈগলস এর সদস্যরা কৃষ্ণনগর শহরের মোট ৭০ টি মৃৎ শিল্পী পরিবারের হাতে তুলে দিয়েছিলেন রেশন সামগ্রী । গতকাল রবিবারে কর্মসূচি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে তাদের তরফ থেকে কৃষ্ণনগর শহরের ঘূর্ণির পুতুল পট্টি, হালদার পাড়া, ঘরামী পাড়ার মোট ৩০ টি জড়ি শিল্পীদের পরিবারের হাতে তুলে দেওয়া হলো দৈনন্দিন রেশন।
এই প্রসঙ্গে হোয়াইট ঈগলস এর সদস্য সন্দীপ মজুমদার বলেন “ওনাদের হাতে এই সাহায্য তুলে দিতে পেরে আমরা খুবই খুশি। এই লকডাউন পরিস্থিতিতে মৃৎ শিল্পীদের মতন জড়ি শিল্পীদের শিল্পেও নেমেছে ভাঁটা। সমাজ কল্যাণের উদেশ্যে বলতে চাই, আপনারাও এগিয়ে আসুন এই সকল শিল্পীদের পাশে।”