নদীয়া’র ধুবুলিয়ায় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির

Social

সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণের জেরে একসময় জারি হয়েছিল লকডাউন। লকডাউনের সময় থেকেই রাজ্যের অধিকাংশ ব্লাডব্যাংক প্রায় রক্তশূন্য। রক্তস্বল্পতা মেটাতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এগিয়ে এসেছেন।

বর্তমানে রাজ্য জুড়ে বেজেছে ভোটের দামামা অন্যদিকে গ্রীষ্মকালীন গরম। ফলে যে পরিমাণে রক্তদান শিবির হওয়ার কথা তার পরিমান কমে গেছে।

ব্লাডব্যাঙ্কে রক্তের স্বল্পতা মেটাতে এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের অন্তর্গত সেবামূলক সংস্থা ধুবুলিয়া বিবেক বাহিনীর সদস্যরা।

বুধবার ধুবুলিয়া বাজারের নেতাজী পার্কের পাশে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর শক্তিনগর ব্লাড ব্যাংকের সহযোগীতায় রক্তদান শিবিরে আয়োজন করে সংস্থার সদস্যবৃন্দ।

ধুবুলিয়া বিবেক বাহিনীর পক্ষে পার্থ চক্রবর্তী বলেন ” রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন ব্লাডব্যাঙ্ক থেকে সারা বছর যাদের রক্ত প্রয়োজন হয় বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী তাদেরও রক্ত পেতে সমস্যা হচ্ছে তাই আমাদের এই উদ্যোগ”।

রক্তদান শিবিরে মোট ২১ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি সংস্থার পক্ষ থেকে প্রতিনিয়ত ভবঘুরেদের খাবার দেওয়ার কাজ করে তাতেও নিয়োজিত থাকতে দেখা যায় সংস্থার সদস্যদের। উপস্থিত ছিলেন নদীয়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা’র সদস্যরা।

Leave a Reply