মলয় দে, নদীয়া:- এবার চালের আড়তের ভেতর থেকে উদ্ধার হলো বড় আকারের বিষধর গোখরো সাপ ।
জানা যায় শনিবার বেলা বারোটা নাগাদ ওই এলাকার চালের আড়তের মালিক নারায়ণ মন্ডলের চালের আড়তের চালের বস্তা মজুদ করে রাখা গাদার ভিতরে ওই বিষধর গোখরো সাপ টিকে ঢুকে থাকতে দেখে কর্মরত শ্রমিকরা। এরপরই আতঙ্ক সৃষ্টি হয় শ্রমিকদের মধ্যে। যদিও শ্রমিকদের কাছে বনদপ্তরের কোনরকম ফোন নাম্বার না থাকায় অবশেষে তারা ফোন করে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা এবং বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষধর গোখরো সাপ টিকে উদ্ধার করে বস্তাবন্দি করেন। কর্মরত শ্রমিকরা জানান, অত্যন্ত বড় আকারের বিষধর গোখরো সাপ টিকে উদ্ধার করার পরে যথেষ্টই স্বস্তি মিলেছে তাদের। উদ্ধারকারী অনুপম সাহা জানান, কোন রকম খাবারের খোঁজেই হয়তো ভেতরে ঢুকে পড়েছিল আর বেরোনোর রাস্তা পাইনি। সেই কারণেই মজুদ করে রাখা চালের বস্তার পাশে ঢুকেছিল সাপটি। বিষধর গোখরো সাপ টিকে উদ্ধার করা হলো এখন শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছি বিটের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।