মলয় দে, নদীয়া :-দ্রুত নিয়োগের দাবিতে নদীয়ার কৃষ্ণনগরে পদযাত্রার মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন টেট উত্তীর্ণ কর্ম প্রার্থীরা। আন্দোলনকারীরা জানান “সরকারের শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী ২০১৪ সালে সারা রাজ্যের পাশাপাশি এই জেলাতেও টেট উত্তীর্ণ কর্মপ্রার্থীদের একাংশকে কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষক পদে নিয়োগ করে নদীয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর থেকেই অজানা কোন কারণে হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেই নিয়োগ প্রক্রিয়া। পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্বেও আজও পর্যন্ত স্থগিত হয়ে যাওয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি পর্ষদ। নিয়োগের বিষয়ে পূর্বে বহুবার পর্ষদের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ-বিক্ষোভের সঞ্চার হতে থাকে তৎকালীন সময়ে টেট উত্তীর্ণ কর্মপ্রার্থীদের মধ্যে তাই এই আন্দোলন “।
কয়েকদিন আগে অবিলম্বে নিয়োগের দাবিতে কৃষ্ণনগরে নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের (ডিআই অফিস) ভবনের ঘিরে বিক্ষোবের সামিল হন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কর্মপ্রার্থীরা। বিক্ষোভের আজ ষষ্ঠ দিনে পদার্পণ করলেও এখনো পর্যন্ত পর্ষদের পক্ষ নিয়োগ সংক্রান্ত বিষয় থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। যার ফলে বিধানসভা নির্বাচনের আগে তাদের নিয়োগ করার দাবি জানিয়ে সোমবার দুপুরে কৃষ্ণনগরের রাজপথে ফের বিক্ষোভ পদযাত্রা করেন কর্ম প্রার্থীরা।