NRC এবং CAA এর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মহামিছিল, নদীয়া জেলার শান্তিপুরে

Social

মলয় দে নদীয়া:- শনিবার নদিয়ার শান্তিপুর সুত্রাগড় মালঞ্চ এবং মুসলিম হাই স্কুলের মাঠ থেকে বাইগাছি পাড়া পর্য্যন্ত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এনআরসি এবং নাগরিকপঞ্জী আইনের বিরুদ্ধে এক মিছিল বের হয়। ভারতের অখণ্ডতা রক্ষা করতে সংবিধান বিরোধী CAA ও CAB এর বিরুদ্ধে মাদ্রাসা সামসুল উলুম , শান্তিপুর নাগরিক কমিটি, জেলাব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন দের নিয়ে কাজ করা সংগঠন “প্রতিবন্ধন” এর যৌথ উদ্যোগে শান্তি ও সম্প্রীতির শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয় । মাদ্রাসার শামসুল উলম এর পক্ষ থেকে জানানো হয় সাধারণ মানুষ, ছোট থেকে বড় হওয়া এই ভারতবর্ষে আর কত অগ্নিপরীক্ষা দেবে??

জেলায় এই প্রথম জাত পাত ধর্ম নির্বিশেষে এক ঐতিহাসিক জনবিরোধী আইনের সাক্ষী  থাকল গোটা শান্তিপুরবাসী। গোটা মিছিলে কেন্দ্রের জনবিরোধী নীতির তীব্র ধিক্কার প্রতিবাদে সোচ্চার হয় আজকের মিছিলে অংশগ্রহণকারী সাত হাজার মানুষ। নো এন আর সি, নো ক্যাব , কেন্দ্রীয় সরকার নিপাত যাক , হিন্দু মুসলিম ভাই ভাই -একসাথে থাকতে চাই, আমরা কারা- নাগরিক, এই রকমই নানা স্লোগান দীপ্ত কন্ঠে উচ্চারিত জনরোষে এলাকা মুখরিত হয়ে ওঠে ।

প্রতিবন্ধন এর পক্ষ থেকে সুজন দত্ত জানান, কেন্দ্রীয় সরকার জাতপাত , ধর্ম বিভাজন কামী, দাঙ্গা সৃষ্টিকারী ভোটের রাজনিতীর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন সহ বিভিন্ন গরীব খেটে খাওয়া মানুষ আছেন। নিজেদের কাজকর্ম ফেলে, বারবারসারাদিন শুধু কাগজপত্রের পেছনে ছোটা বন্ধ হোক। এ দিনের মিছিলে সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক সাহিত্যিক, ক্রীড়া জগত সহ বিভিন্ন মহলের সকলের উপস্থিতি দেখা যায়।

Leave a Reply