সমীর দাস,কলকাতা: সাহিত্য, সংস্কৃতির কৃষ্টির শহর কলকাতা । সাময়িক পরিস্থিতি কাটিয়ে ওঠার পর-স্থগিত থাকা শিল্প শহর নতুন করে সেজে উঠেছে শিল্প সৃষ্টি নিয়ে।
তেমনই এক শিল্পের মেলা দেখা গেল, কলকাতার হাতিবাগান নটি বিনোদিনী মেমোরিয়াল আট গ্যালারিতে । একগুচ্ছ চিত্রশিল্পীকে নিয়ে বিরাট বার্ষিক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে “এসথেটিস্ক আর্ট “গ্রুপ ।
দেশের বহু রাজ্যের শিল্পী অংশ নিয়েছে
এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে, তাছাড়াও বিদেশী শিল্পীর শিল্প স্থান করে নিয়েছে এই চিত্রপ্রদর্শনীতে ।
শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে ২১ মার্চ থেকে ২৭ মার্চ ,সাত দিন ধরে এই চিত্র প্রদর্শনী দেখার সুযোগ মিলবে চিত্র শিল্পী প্রেমীদের ।
২১ শে মার্চ রবিবার চিত্র প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক জয়দেব দাস, বাংলার খ্যাতমান লেখক অমলেন্দু বিশ্বাস, মিস এশিয়া ইউনিভার্স আইকনিক অর্পিতা বোস, প্রখ্যাত চিত্রশিল্পী রাজকমল কান্তি,সিনেমা পরিচালক পলাশ বৈরাগী ।
অতিথি শিল্পী হিসেবে চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রশান্ত চন্দ্র, বিমান নাগ, ধীমান ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এসথেটিস্ক আর্টের কর্নধার শিল্পী গৌতম দাস সহ সহকারী শিল্পী অনিন্দ্য সুন্দর, অনিষ লায়েক, দেবদিত্তা সাহা, দেবরাজ বেরা, গুঞ্জন চক্রবর্তী, জ্যোতিন্ময় দাস, শান্তনু দাস, অলোকা বিশ্বাস, রঞ্জিত বাগ, রীতা পাল, সুস্মিতা দে,শুভম সাধুখাঁ, তাপসী রায়, তনুশ্রী দাস সকলকে অনেক সাধুবাদ জানিয়েছেন। চিত্র প্রদর্শনীতে আসা অতিথিরা এসথেটিস্ক আর্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।