মাধ্যমিক পরীক্ষার্থী মহিলা টোটো চালক ! এই বয়সে ধরেছে সংসারের হাল

Social

সোশ্যাল বার্তা: চলছে মাধ্যমিক পরীক্ষা ২০২৩। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে অন্যতম এক নাম কোলাঘাটের দেবশ্রী খাড়া। অন্যতম বলার কারণ সে একজন টোটো চালক অপরদিকে মাধ্যমিক পরীক্ষার্থী।

বাড়ি থেকে নিজের বাবা মাকে টোটোতে বসিয়ে নিজেই চালকের ভূমিকায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে দেবশ্রী। একদিকে নাবালক মেয়ে অপরদিকে পরীক্ষার্থী, কিন্তু কেন তার মাথায় টোটো চালকের তকমা বসাতে হল। দেবশ্রী বলেন বছর খানেক আগে একটি অ্যাক্সিডেন্টে বাবার পায়ে গুরুতর আঘাত লাগে অপারেশন হয় এবং বসাতে হয় প্লেট। তারপর থেকেই বাবা শারীরিক দিক থেকে অক্ষম হয়ে পড়েন সংসার চালাতে। সেই সময়ই বাস্তবের কাছে মাথা নত না করে, টোটোর চাবি হাতে তুলে নেয় দেবশ্রী সাথে নিজের পড়াশুনার দায়িত্বও। তবে তাকে হার মানাতে পারেনি সংসারের কঠিন পরিস্থিতি।

রাতে পড়াশুনো দিনে সংসারে অর্থ জোগান দেওয়া দুই-ই চালিয়ে যাচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী কোলাঘাটের দেবশ্রী খাড়া। তার এই কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের বাবা-মা থেকে শিক্ষকেরাও। তবে এই নাবালক বয়সে দেবশ্রীর কঠোর পরিশ্রমের জীবন গ্রামগঞ্জে থাকা অন্যান্য ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে ইন্সপায়ার করবে বলেই মনে করছেন অনেকেই। ভবিষ্যতে পড়াশুনোর পাশাপাশি টোটো চালিয়ে সংসার রক্ষা করতে চায় সে। টোটো চালিয়ে সংসারের অভাব অনটন মিটিয়ে নিজের পড়াশুনা চালিয়ে যাওয়া দেবশ্রীর এই উদ্যম প্রয়াসকে সাধুবাদ।

Leave a Reply