নদীয়ায় বাড়ির পাশে পরিত্যক্ত জঙ্গলের আগুন থেকে ভস্মীভূত হয়ে গেল পুরো বাড়ি! বাদ গেল না পোষ্য পশু পাখিও

Social

মলয় দে, নদীয়া :- প্রকাশ্য দিবালোকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি, বারোটি জেনেটার সহ গোটা বাড়ির টিনের চালার সেট ও ব্যবসার লাইট, বাড়ির পোষা একাধিক পাখি অন্যান্য পশু সম্পূর্ণ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, ক্ষয়ক্ষতির সংখ্যা প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের মহিশখাগী লেনের। এলাকার স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শুক্রবার তিনটে ত্রিশ নাগাদ গোবিন্দ প্রামাণিকের বাড়ির লাগোয়া একটি পরিত্যক্ত জায়গায় হঠাৎই আগুন লাগে। এরপর সেই আগুনের ফুলকি হাওয়াই ছিটকে এসে পরে গোবিন্দ প্রামানিক এর বাড়ির টিনের চালে ছিটকে পড়ে। এর পরেই গোবিন্দ প্রামানিক এর গোটা বাড়ি সহ ব্যবসার লাইট ঘরে রাখা বারোটি জেনেটার ও পোষা একাধিক পাখি খরগোশ সবকিছুই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনের তীব্রতা অতিরিক্ত বড় আকার নেয়াতে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। তড়িঘড়ি এলাকার প্রচুর সংখ্যক সাধারণ মানুষ ছুটে আসে ও জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। এলাকার একাংশ সাধারণ মানুষ ফোন করে শান্তিপুর দমকল অফিসে ঘটনাস্থলে একটি ইঞ্জিন সহ এসে পৌঁছায় দমকল বাহিনী। দমকল কর্মীর ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, এলাকার স্থানীয় লোকজনের দাবি পাশের পরিত্যক্ত বাগান থেকেই এই আগুন লেগে ভয়াবহ আকার নিয়েছে রাতের অন্ধকারে যদি এই আগুন লাগল তাহলে আরো ভয়াবহ আকার ধারণ করতো। এ বিষয়ে গোবিন্দ প্রামানিক এর ছেলে কার্তিক প্রামানিক জানান ছোট্ট আগুনের ফুলকি থেকে ভয়াবহ আকার নিয়েছে এই আগুন নিমেষের মধ্যে গোটা বাড়িতে আগুন লেগে যায়। দমকল কর্মীরা জানান পরিত্যক্ত বাগান থেকে না শর্ট সার্কিট থেকে এই আগুন এখনো তা বোঝা সম্ভব হচ্ছে না। তবে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া ক্ষয়ক্ষতি সংখ্যা অনেকটাই। আমাদের এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে পরিবারের কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply