সোশ্যাল বার্তা: ২৪ শে মার্চ কাঁথি রেলমাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র জনসভার মাঠ পরিদর্শনে কৈলাস বিজয়বর্গীয়, মনসুখ এল এবং যতীন মোহান্তি ও জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা অবজার্ভার মলয় সিনহা সহ একাধিক বিজেপির নেতৃত্বরা প্রধানমন্ত্রীর নিরাপত্তা সহ সভাস্থল পরিদর্শন করেন। মহিলা মোর্চার নেত্রীরা ফুলের তোড়া দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের বরণ করে নেয়।
কৈলাশ বিজয় বলেন দিদি বলছেন খেলা হবে, মোদীজী বলছেন বিকাশ হবে। কিন্তু খেলা হবে না কেন্দ্রীয় বাহিনী আছে গুন্ডাগিরি করতে এলে ধরে পেটাবে। শিশির অধিকারী সম্বন্ধে তিনি বলেন শিশিরবাবু মেদিনীপুরের আইকন, সিনিয়ার রাজনীতিবিদ , তাঁর সম্বন্ধে খারাপ ভাষা প্রয়োগ করেছে ভাইপো তাঁর তীব্র নিন্দা করছি। এমনকি শিশিরবাবু প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকতেও পারেন বলে জানিয়েছেন কৈলাশবাবু। মমতা ব্যানার্জী বিজেপির কেন্দ্রের নেতৃত্বদের বহিরাগত বলেছেন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন হ্যাঁ ওনার কাছে আমরা বহিরাগত। কিন্তু এখানকার বিজেপি নেতৃত্ব, বা দিলীপ ঘোষ তো বহিরাগত নয় তাঁরা তো স্থানীয়।
পাশাপাশি ২১ শে মার্চ বালিঘাইতে অমিত শাহর জনসভা, যেখানে কাঁথির অধিকারী পরিবারের কর্তা শিশির অধিকারী বিজেপির পতাকা ধরে একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে ছেলে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার করবেন, এমনটাই সূত্রের খবর।