অতনু ঘোষ ও সত্যনারায়ণ শিকদার: মারুতি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিন। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত নুদিপুর জি টি রোড এর উপর . প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় যে, চার চাকার মারুতি গাড়ি হুগলির দিক থেকে দুর্গাপুর যাচ্ছিল এবং অপর দিক থেকে তিনজন আরোহীকে নিয়ে মোটরসাইকেলটি যাবার সময় সামনাসামনি ধাক্কা লাগে । মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে এবং একজন গুরুতর আহত হয়।
ঘটনাটি ঘটার সাথে সাথে এলাকার মানুষজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং পুলিশে খবর দিলে মেমারি থানার পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং ঘাতক মারুতি গাড়ির চালককে আটক করে। জানা যায় মোটরসাইকেল এ থাকা আরোহী তাদের বাড়ি জামালপুরের ময়না গ্রামের বাসিন্দা এবং মারুতি গাড়ি টি চাকদা থেকে দুর্গাপুর অভিমুখে যাচ্ছিল । দুর্ঘটনা ঘটার ফলে কিছুক্ষণের জন্য জি টি রোড এর উপর যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক হয়।