কৃষ্ণনগরে জন্মদিন উপলক্ষ্যে রক্তদান শিবির স্থাপিত হলো মনীষীদের মূর্তি

Social

সোশ্যাল বার্তা: করোনা সংক্রমণের জেরে সারা দেশ জুড়ে চালু হয়েছিল লকডাউন। দীর্ঘ লকডাউনের পর থেকেই  ব্লাডব্যাংকগুলো রক্তশূন্যতায় ভুগছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এগিয়ে এলেও সারাবছর যাদের রক্ত লাগে তাদের রক্তের যোগান দিতে হিমশিম অবস্থা ব্ল্যাক ব্যাঙ্কগুলির।

ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান দিতে সহযোগীর হাত বাড়িয়ে দিল নদীয়ার স্বেচ্ছাসেবী সংস্থা কৃষ্ণনগর ঐকতান। রবিবার সংস্থার সভাপতি অরিন্দম দেব এর পুত্র আদৃত দেব এর জন্মদিন উপলক্ষ্যে নদীয়া জেলার কৃষ্ণনগরের সীমান্ত পল্লীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোট ১৬ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে অধিকাংশই মহিলা ও প্রথমবার রক্তদান করলেন

সারাবছর ধরে এই সংস্থা মনীষীদের মূর্তি সংস্কার করে তাই রক্তদানের পাশাপাশি মনীষীদের মূর্তি স্থাপন করে অভিনব উদ্যোগ গ্রহণ করলো ‘কৃষ্ণনগর ঐকতান’। কৃষ্ণনগর শহরের ১২নং ওয়ার্ডের সীমান্ত পল্লীতে সংস্থার সভাপতি অরিন্দম দেবের বাড়ির সামনে রাস্তার ধারে শেড নির্মাণ করে  রবীন্দ্রনাথ ঠাকুর ,নেতাজী সুভাষচন্দ্র বসু,বিবেকানন্দ ও দ্বিজেন্দ্রলাল রায়ের চারটি মূর্তি বসানো হয়। এদিন থেকেই চালু করা হয় অবৈতনিক শিশু শিক্ষা কেন্দ্র ও বয়স্ক শিক্ষাকেন্দ্র।

রবিবার উদ্বোধন করেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক বলাই চন্দ্র দাস । উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ঐকতান এর সদস্যসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংস্থার সদস্য সুজয় ঘোষ জানান ” সংস্থার সভাপতি অরিন্দম দেবের পুত্রের জন্মদিন উপলক্ষ্যে এই কর্মসূচি। সারা বছর ধরেই চলে আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম। সংস্থার পক্ষ থেকে অরিন্দম দেবকে অভিনন্দন ও আদৃত দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।”

রক্ত সংগ্রহ করে নবদ্বীপ ব্লাড সেন্টার । করোনা পরিস্থিতিতে অসাধারণ কাজের জন্য সংস্থার পক্ষ থেকে ‘মানবতার অপর নাম নবদ্বীপ ব্লাড সেন্টার’ নামে একটি সুদৃশ্য ট্রফি নবদ্বীপ ব্লাড সেন্টারের কর্মীদের হাতে তুলে দেন। উপস্থিত বিভিন্ন সংস্থার সদস্যরা এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply