সোশ্যাল বার্তা: খেজুরি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক খেজুরি ২ দঃ মন্ডলের মন্টুমোড় বাজারে জনসংযোগ করার পর হিজলি শরীফে গিয়ে পূজো দিলেন। পাশাপাশি মানুষের কাছে গিয়ে জনসংযোগের মাধ্যমে প্রচার পর্ব সারলেন।
বিজেপি প্রার্থীকে পেয়ে উচ্ছাস উদ্দীপনা দেখা গেল সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে খেজুরিবাসীদের মধ্যে। প্রার্থীকে কাছে পেয়ে কেউ বা জড়িয়ে ধরলেন কেউ কেউ আবার দুহাত ভরে আশীর্বাদ করে জয়ের কামনা করলেন।
বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক জানান, জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী। শেষ কথা বলবেন সাধারণ মানুষ।