দেবু সিংহ,মালদা: রাজ্যে তৃতীয় ঢেউ আসার আগেই প্রস্তুত হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। শিশুদের হোম আইসোলেশন ছাড়াও যে বাড়িতে শিশু ও অভিভাবকরা সংক্রমিত হচ্ছে তাদের শরীরের উপর নজর রাখতে প্রতিটি ব্লকে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
চাঁচল মালদা মেডিকেল কলেজে পিকু ওয়ার্ড তৈরি করা হয়েছে জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শৈবাল ব্যানার্জি পাশাপাশি তিনি জানান ইউনিসেফের হোম আইসোলেশন মেডিকেল কিট ইতিমধ্যে জেলাতে এসেছে প্রতিটি ব্লকে সেসব সাপ্লাই করা হয়েছে বি এম ও এইচ এর সাথে যোগাযোগ করলে কি পাওয়া যাবে এখন প্রতিটি ব্লকে অক্সিজেনসমৃদ্ধ মেডিকেল ওয়ার্ড তৈরি করা হয়েছে জেলাতে অক্সিজেনের কোন সমস্যা নেই জেলাতে এখনো শিশুদের আক্রমণের কোন খবর নেই।