শিবরাত্রি উপলক্ষ্যে গঙ্গাস্নানে এসে জলে ডুবে গেল স্কুল ছাত্র

Social

মলয় দে, নদীয়া :- শিবরাত্রির উপোস করে গঙ্গাস্নান করতে গিয়ে ভাগীরথী নদীর জলে ডুবে গেল হল এক কিশোর । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদীয়ার রামনগর ঘাটে। ছাত্রের নাম অনির্বাণ সিং বয়স ১৫, রামনগর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। শক্তিপুর থানার বাছড়া গ্রামের বাসিন্দা। নদীয়া ও মুর্শিদাবাদের সীমানা এই ভাগীরথী নদী। মুর্শিদাবাদ লাগোয়া এই রামনগর ঘাটেই স্নান করতে যায় ওই স্কুল ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, এদিন দুপুরে বন্ধুদের সঙ্গে রামনগর ঘাটে গঙ্গাস্নানে বার হয় অনির্বাণ। সাঁতার না জানায় তাকে পরিবারের পক্ষ থেকে গঙ্গা স্নানে যেতে বারণ করা হয়। পরিবারের নিষেধ অমান্য করেই গঙ্গাস্নানে বেরিয়ে পড়ে অনির্বাণ। স্নান করার সময় জলে হাবুডুবু খেতে থাকে অনির্বাণ বাঁচানোর জন্য আর্তনাদ করতে থাকলে কেউ এগিয়ে আসেনি বলে জানা যায়। এরপরই পরিবারের লোকজন খবর পেলে ছুটে আসে রামনগর ঘাটে, সেখানে শক্তিনগর থানার পক্ষ থেকে মাছ ধরার জাল ও ডুবুরি নামানো হয় ভাগীরথীতে এবং নৌকা দিয়েও উদ্ধারের কাজ চলে। তবে এদিন বিকেল পর্যন্ত অনির্বাণকে   উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে গঙ্গা স্নানে আসা শয়ে শয়ে মানুষের মধ্যেও কেন মৃত্যুর আর্তনাদ শুনেও এগিয়ে এলো না কেউ এবং শিবরাত্রি উপলক্ষ্যে  যখন হাজারো মানুষের ভিড় জমে ঘাটে সেখানে কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে?

Leave a Reply