নদীয়ার নবদ্বীপে ২ টি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Social

মলয় দে, নদীয়া:- সদ্যোজাত দুটি শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নদীয়ার নবদ্বীপে। ঘটনাটি ঘটেছে রবিবার সাতসকালেই নবদ্বীপ থানার অন্তর্গত চরস্বরুপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় জল প্রকল্পের কাছে ভাগীরথী নদীর পাড়ে।

জানা যায়, স্থানীয় মানুষজন গঙ্গায় স্নান করতে এসেই দেখতে পান দুটি সদ্যোজাত । সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয় মানুষজন খবর দেয় নবদ্বীপ থানার পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। সেখান থেকে দেহ দুটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দেহ দুটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান জলঙ্গি নদী দিয়ে ভেসে আসতে পারে দেহ দুটি। তবে এ বিষয়ে সেখানকার এক স্থানীয় বাসিন্দা জানায়, আজ সকালেই দেখলাম দুটি সদ্যোজাত বাচ্চা মরে পড়ে রয়েছে। তবে আমার অনুমান জলে ভেসে এসেছে বলেই মনে হচ্ছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Leave a Reply