প্রান্তিক মানুষের সাহায্যে ফেসবুকের সামাজিক গণমাধ্যম গোষ্ঠী “আমরা কৃষ্ণনগরবাসী”

Social

সোশ্যাল বার্তা: করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে চলছে লকডাউন । বতর্মানে দেশ বিপর্যস্ত, খেটে খাওয়া মানুষ দুবেলা দু’মুঠো অন্নের চিন্তায় কাতর। মানুষের এই দুর্দিনে সরকারি সাহায্যের পাশাপাশি এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগর এর ফেসবুকের সামাজিক গণমাধ্যম গোষ্ঠী “আমরা কৃষ্ণনগরবাসী” ।

লক ডাউনের নিয়ম মেনেই মাঠে নেমে দুঃস্থদের মূলত খাদ্যবস্তু দিয়ে সাহায্য করে চলেছে এই সামাজিক গণমাধ্যম গোষ্ঠী ।

গতকাল এই গোষ্ঠীর পক্ষ থেকে কৃষ্ণনগরের দেপাড়া অঞ্চলের সুবর্ণ বিহার মোদকপাড়া ও ভাতজাংলা অঞ্চলের সতীশনগরে প্রায় ৪০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।

আজকেও এই গোষ্ঠীর সদস্যরা অত্যন্ত গোপনে খবর নিয়ে এমন ১০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয় যে পরিবারগুলি সাধারণ অবস্থায় নিম্নবিত্তের কিন্তু এই লকডাউনের সময় মুখফুটে কাউকে সাহায্যের কথা বলতে কুন্ঠিত বোধ করে. তাই গোষ্ঠীর সদস্যরা ত্রাণের ছবি না তুলে সকলের অগোচরে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে আসেন।

সাধারণ মানুষের এই বিপদের দিনে দুঃস্থ সহ নাগরিকদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সত্যিই অভিনব।
এ প্রসঙ্গে সামাজিক গণমাধ্যম গোষ্ঠীর সভাপতি অরিন্দম দেব বলেন ” ফেসবুকের সামাজিক গণমাধ্যম গোষ্ঠী হলেও বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে আমরা যুক্ত রয়েছি । শীতের সময় দরিদ্র মানুষের শীতবস্ত্র দিয়ে সাহায্য করা হয়েছিল আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে । এবার করোনার সময়ে গোষ্ঠীর সদস্যবৃন্দের সাহায্যে চলছে আমাদের এই সেবা কাজ । আগামী দিনেও চলবে বলে আশা রাখি ।”

Leave a Reply