শীতের চন্দ্রমল্লিকা শেষ! কিভাবে মাদার প্লান্ট তৈরি করবেন ? জানুন বিস্তারিত…  

Social

মলয় দে, নদীয়া :- ফুল আর এখন শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়! রয়েছে যথেষ্ট ব্যবসার গুরুত্বও। জবা, গাঁদা, জারবেরা, এ ধরনের নানা ফুলের চাষ এখন অত্যন্ত লাভজনক বলে জানাচ্ছেন কৃষকরা। বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার এর উপর নির্ভর করে চাষের পদ্ধতিও কিন্তু বিভিন্ন রকম। যেমন ধরুন বিভিন্ন পুষ্প প্রদর্শনী কে বা বাড়িতে চন্দ্রমল্লিকা ডালিয়া এ ধরনের নানান ফুলের চারা তৈরি একরকমের, অন্যদিকে বিয়ের পর বিঘে জমি চাষ করার জন্য, এবং প্রচুর পরিমাণে ফুল উৎপাদনের জন্য চারা তৈরি হয় অন্যরকমভাবে।

এধরনের চন্দ্রমল্লিকা চাষ করা কৃষক জানান, কিছুদিন আগে পর্যন্ত চন্দ্রমল্লিকার কুড়ি এসেও আবহাওয়ার কারণে ফুল না ফোটা ছোটো ডালের অংশ, সযত্নে মাটিতে তিন চার মাস যাবত কালের জন্য রাখা হয় মাদার প্লান্ট হিসেবে এবং সেই গাছেরই বিভিন্ন অংশ আগামী শীতকালের চন্দ্রমল্লিকার চাষ হিসেবে ব্যবহৃত চারাগাছ বপন করা হবে মাঠে।
চাষের মাঠে সারিবদ্ধ উঁচু বেড তৈরী করে , তার ওপর প্লাস্টিক পেতে গোল গোল ফুটো করে গাছ লাগানো হয়, যাতে আসন্ন বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বৃষ্টির জল গাছের, গোড়ায় না জমতে পারে। এরপর আষাঢ় শ্রাবণ মাসে সেই গাছগুলোকেই কাটিং করে শীতকালীন ফুলের জন্য মাঠে চাষ করা হয়। মাঝে মাঝে প্রয়োজন মত দিতে হবে সার।

Leave a Reply