মলয় দে নদীয়া : মানুষের পাশে ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন ও গঙ্গানগর নবকিরণ সংঘের সদস্যদের সহযোগীতায় মধুসূদন ও রিক্তা’র বিয়ে উপলক্ষ্যে বাড়িতেই রক্তদান শিবিরের আয়োজন, রবিবার দুপুরে সামাজিক এই ঘটনাটির সাক্ষী থাকলো নদীয়ার নবদ্বীপ পৌরসভার গঙ্গানগর এলাকার বাসিন্দারা। সদ্য বিবাহিত ওই সমাজসেবী জানান, তিনি দীর্ঘ কয়েক বছর ধরেই একটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত। এছাড়াও এর আগেও একাধিক সামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিলেন তিনি। তাই নিজের বিয়েতে কাউকে নিমন্ত্রণ না করে নারায়ণ সেবার ব্যবস্থা ও দুঃস্থ সাধারণ মানুষজন সহ বৃদ্ধাশ্রম এর প্রায় সাড়ে তিনশো জন মানুষজনকে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাঁর বাবা-মার ইচ্ছা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু বন্ধু-বান্ধবের সহযোগিতায় বিয়ের আগের দিনই একটি রক্তদান শিবিরের আয়োজন করি। এই রক্তদান শিবিরে মোট ষাট জন রক্তদাতা রক্তদান করেন। সমাজসেবী ওই ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের এই অভিনব উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি যথেষ্ট গর্ববোধ করেন।তাঁর বাবা ও মা সহ স্থানীয় এলাকাবাসীরা।