সোশ্যাল বার্তা : গতকাল নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংস্থা “শেষ আশা” র ছিল এক বছর পুরোন হওয়ার দিন। অন্যদিকে তাদের হারিয়ে যাওয়া বন্ধু পার্থর স্মৃতির উদ্দেশ্যে “কলতান” দিবা আবাসিক বিদ্যালয় ( দিশারী ) , স্বামী বিবেকানন্দ শিশু শিক্ষা কেন্দ্রের বাচ্ছাদের এবং চাঁদসড়ক পাড়ার বৃদ্ধাশ্রমে মোট ১৫০ জনের কিছু শুকনো খাবার , মাস্ক, সানিটাইজার দেওয়া হয়।
এছাড়া বৃদ্ধাশ্রমের সকলকে নতুন কিছু পোশাক তুলে দেওয়। সংস্থাটির সভাপতি মিরাজুল সেখ বলেন এই অনুষ্ঠান বিশেষ কিছু মানুষ ছাড়া অসম্ভব ছিল তাদের মধ্যে হল আমাদের সদস্য ও সদস্যারা। এছাড়া কৃষ্ণনগরের কিছু প্রতিষ্ঠিত রং ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবী পলাশ দাস, আলতাফ হোসেন, ইব্রাহিম শেখ, তুহিন গোমস।
তিনি আরো বলেন আশা রাখছি এই ভাবেই আগামী দিনের আমাদের পরিকল্পিত স্বপ্ন রূপায়ণ করবার জন্য ব্যাক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।