নদীয়ায় চূর্নী নদী দূষনের প্রতিবাদে অনশন, বিক্ষোভ

Social

মলয় দে :-নদীয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া চূর্নী নদী ভয়ংকর দূষনে আক্রান্ত ৷ বাংলাদেশের কেরু কোম্পানীর বর্জ্য   বহুদিন থেকেই নদীতে ফেলা হয় ৷ বাংলাদেশের ফেলা এই বর্জ্য মাথাভাঙা নদী হয়ে চূর্নীর মধ্যে দিয়ে তা প্রবাহিত হচ্ছে ৷ বর্জ নদীতে ফেলার ফলে নদীর জল বিষাক্ত হয়ে যাচ্ছে ৷ নদীর জল দূষিত হওয়ায় জলবাহিত রোগের প্রার্দুর্ভাব যেমন দেখা যাচ্ছে তেমনি নদীর মাছ মারা যাচ্ছে। ফলে নদী তীরের মানুষজন চরম আর্থিক সংকটে ভূগছেন ৷ সেই কারনেই দক্ষিন বঙ্গ মৎস্যজীবী ফোরাম এবং নদীয়া নদী সংসদের যৌথ উদ্যোগে রবিবার নদীয়ার কুঁচেমোরা এলাকায় প্রতিকী অনশন এবং বিক্ষোভ সভার আয়োজন করা হয় ৷ প্রসঙ্গত নদীর দূষণ রোধে এবং বাংলাদেশের কেরু কোম্পানীর বর্জ্য নদীতে না ফেলার দাবীতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে মাথাভাঙা চূর্নী বাঁচাও কমিটি ৷ তবে আজকের অনশন এবং বিক্ষোভ সভায় জেলার পরিচিত অনেক নদী এবং পরিবেশ কর্মীদেরই দেখা পাওয়া যায়নি ৷

Leave a Reply