মলয় দে, নদীয়া:- সারা দেশজুড়ে চলছে করোনা মারন ভাইরাসের দ্বিতীয় ঢেউ। তাই এবছর করোনার বিধি নিষেধ মেনেই এআইসিসিটিইউ পক্ষ থেকে বিভিন্ন স্থানে পোস্টারিং ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই পালন করা হয় ঐতিহাসিক মহান মে দিবস।
শনিবার সকালে নবদ্বীপ ধাম রেলস্টেশনে দেখা গেল এইআইসিসিটিইউ অন্তর্ভুক্ত সংগ্রামী হকার্স ইউনিয়নের পক্ষ থেকে পালন করা হলো মে দিবস। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন সি পি আই এম এল লিবারেশনের নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক পরিক্ষিত পাল, সংগ্রামী নেতা তপন ভট্টাচার্য্য, রেলহকার ইউনিয়ন এর সম্পাদক আনন্দ কুন্ডু সহ অন্যান্য কর্মীবৃন্দ।