বিদ্যুতের তারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়

Social

দেবু সিংহ,মালদা: বিদ্যুতের তারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার  ইংরেজবাজারের হ্যান্টাকালী মোড়ে। শনিবার সন্ধেরাতে লাগা ওই আগুনে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পান এলাকার মানুষ। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধে থেকেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি বৈদ্যুতিক খুটিতে ধিকধিক করে আগুন জ্বলছিল। রাত সাড়ে ন’টা নাগাদ দাউদাউ করে আগুন লেগে যায় তারে। আগুনের খবর দমকলে দেওয়া হলেও প্রায় ঘন্টা খানেক পরে দমকল পৌঁছায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ততক্ষণে নিজেদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন বাসিন্দারা। আগুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ও বিদ্যুত দফতরের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার জেরে দীর্ঘ কয়েক ঘন্টা অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা।

Leave a Reply